নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সুপ্ৰিমকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি আইনজীবী সংস্থার

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সুপ্ৰিমকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি আইনজীবী সংস্থার

গুয়াহাটিঃ সারা আসম আইনজীবী সংস্থা(এএএলএ)বলেছে,নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র বিরুদ্ধে তারা সুপ্ৰিমকোর্টের দ্বারস্থ হবে। অসমিয়া জনগণ এবং তাদের ভাষা,সাহিত্য ও সংস্কৃতির স্বার্থেই ওই বিলের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে সংস্থা।

বুধবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এএএলএ-র সাধারণ সম্পাদক দীপক কুমার দাস বলেন,‘আমরা আমাদের কোর কমিটির বৈঠকে নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ নিয়ে অনুপুঙ্খভাবে আলোচনা করবো। খুব শিগগিরই কোর কমিটির এই বৈঠক হচ্ছে জানান তিনি। এরপরই সংস্থার কর্মসমিতির বৈঠক আগামি ৩ ফেব্ৰুয়ারি নগাঁওয়ে অনুষ্ঠিত হবে। ‘আমাদের চিন্তাবিদ কিছু বরিষ্ঠ আইনজীবীও রয়েছে। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছি বিল নিয়ে আলোচনার জন্য’-বলেন দাস।

সংস্থার আন্দোলন কর্মসূচি সম্পর্কে আইনজীবী দাস আরও বলেন,আগামিকাল অর্থাৎ ১১ জানুয়ারি আমরা রাজ্যের সব জেলা ও মহকুমা বারগুলিতে ধর্মঘট পালন করবো। সংস্থার মতে বিতর্কিত নাগরিকত্ব(সংশোধনী)বিলটি অসাংবিধানিক। এই বিলের মাধ্যমে অসম চুক্তির আত্মাকে ধ্বংস করতে চাওয়া হচ্ছে-উল্লেখ করেছে সংস্থা। ভারতের সংবিধানে সবার জন্য সম অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এই বিলের মাধ্যমে সংবিধানের এই ব্যবস্থাকে লঙ্ঘন করতে চাওয়া হচ্ছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com