পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

স্টকহোমঃ ২০১৮ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন আর্থার আশকিন,জেরার্ড মউরউ এবং ডোনা স্ট্ৰিকল্যান্ড। লেজার ফিজিক্সে অসাধারণ আবিষ্কারের জন্যই এই তিন বিজ্ঞানীকে নোবেল দেওয়া হচ্ছে। এঁদের মধ্যে ডোনা স্ট্ৰিকল্যান্ড কানাডার মহিলা পদার্থ বিজ্ঞানী। মঙ্গলবার সুইডেনের স্টকহোম রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে। মার্কিন পদার্থ বিজ্ঞানী আশকিন অপটিক্যাল টুইজার ও জীব ব্যবস্থায় তার প্ৰয়োগ আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন। অন্যদিকে জেরার্ড মউরউ ও ডোনা স্ট্ৰিকল্যান্ড যৌথভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন ক্ষুদ্ৰতম লেসার পালস আবিষ্কারের সৌজন্যে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com