বিশ্বকাপে ফ্ৰান্সের কাছে ৪-২ গোলে হারল লড়াকু ক্ৰোয়েশিয়া

বিশ্বকাপে ফ্ৰান্সের কাছে ৪-২ গোলে হারল লড়াকু ক্ৰোয়েশিয়া

ক্ৰোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফেবারিট ফ্ৰান্সই বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করল। রবিবার দর্শক ঠাসা লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন ফুটবলপ্ৰেমীরা। ক্ৰোয়েশিয়া দুরন্ত গতিতে লড়েও ম্যাচের রাশ ধরে রাখতে পারেনি। অন্যদিকে ফ্ৰান্স তার কৌশল,গতি ও দক্ষতাকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগিয়ে জয় তুলে নেয়। সুযোগের সদব্যবহারে কোনও ত্ৰুটি রাখেনি দিদিয়ের দেঁশচ্যাম্পসের ছেলেরা। ২০ বছর আগে প্ৰথমবার বিশ্বকাপ জিতেছিল ফ্ৰান্স। এটা তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয়। ওই সময় দিদিয়ের ছিলেন দলের অধিনায়ক,এখন তিনি কোচ। রুদ্ধশ্বাস ম্যাচের ১৮ মিনিটে প্ৰতিপক্ষের একটা ফ্ৰিকিক বাঁচানোর চেষ্টায় মারিও ম্যান্ডজুকিক এর হেডার ক্ৰোয়েটদের জালে ঢুকে যায়। ’ওন’ বা আত্মঘাতী এই গোলই ফ্ৰান্সকে এগিয়ে দেয় ১-০ গোলে। লড়াকু ক্ৰোয়েটরা ২৮ মিনিটে সমতায় ফিরে আসে ইভান পেরিসিচের দেওয়া অসাধারণ গোলের দৌলতে। আক্ৰমণ,পাল্টা আক্ৰমণের মধ্যে ৩৮ মিনিটে পেনাল্টি শুটে গোল করে ফরাসিদের এগিয়ে নেন অ্যান্টনি গ্ৰিজম্যান। এরপর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পল পোগবা একটা চটকদার গোল করে ব্যবধান ৩-১ করে নেন। ৬৫ মিনিটে তরুণ কাইলিয়ান এমবাপে আর একটা দর্শনীয় গোল করায় ফ্ৰান্স ৪-১ এগিয়ে যায়। ৬৯ মিনিটে ফরাসি কিপার হুগো লরিসের ভুলের ফায়দা তুলে ম্যান্ডজুকিক জালে বল ঠেলে দেওয়ায় ব্যবধান ৪-২ দাঁড়ায়। বিশ্বকাপের ফাইনাল যেমন প্ৰাণবন্ত হওয়া উচিত,এই ম্যাচ ফুটবল পিপাসুদের সেই আশাই পূর্ণ করেছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com