রাজ্যে বহু শিক্ষা প্ৰতিষ্ঠানে শিক্ষকের পদ খালি

রাজ্যে বহু শিক্ষা প্ৰতিষ্ঠানে শিক্ষকের পদ খালি

রাজ্যের শিক্ষাখণ্ডের উন্নয়ণের জন্য মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাওয়ার সময় সরকারি শিক্ষা প্ৰতিষ্ঠানগুলিতে বহু শিক্ষকের পদ খালি থাকার ঘটনা প্ৰকাশ্যে চলে আসছে। এই সরকারি শিক্ষা প্ৰতিষ্ঠানগুলিতে বহুদিন ধরে শিক্ষকের পদ খালি থাকায় পাঠাদান প্ৰক্ৰিয়ায় বাধা ব্যাঘাত হচ্ছে। এর খেসারত গুনতে হচ্ছে ছাত্ৰ-ছাত্ৰীরা। এমনকি বহু সরকারি শিক্ষা প্ৰতিষ্ঠানে ছাত্ৰ-ছাত্ৰীরা নাম ভর্তি করতে ইচ্ছুক যদিও শিক্ষকের অভাবে সিমিত সংখ্যক ছাত্ৰ-ছাত্ৰীকে নাম ভর্তি করতে দেখা যাচ্ছেন।

অথচ ওই শিক্ষা প্ৰতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো এবং অন্যান্য সু্যোগ-সুবিধা রয়েছে। কিন্তু এরপর ছাত্ৰ-ছাত্ৰী-র সংখ্যা কম। এক সুন্দর পরিবেশ থাকার পরও প্ৰয়োজনীয় শিক্ষক,শিক্ষয়িত্ৰী অভাবের দরুণ সরকারি খণ্ডের ওই স্কুলগুলিতে পাঠদান প্ৰক্ৰিয়া থমকে গেছে। এরজন্য হাই এবং হায়ার সেকণ্ডারী পরীক্ষার ফলাফল আশাপ্ৰদ হচ্ছে না। ওই শিক্ষা প্ৰতিষ্ঠানগুলিতে শিক্ষকের খালি পদ পূরণের জন্য বিভিন্ন সময়ে দাবি উত্থাপন করা হচ্ছে। যদিও সরকারি ক্ষেত্ৰে কোনও পদক্ষেপ নেওয়া পরিলক্ষিত হয়নি। উল্লেখ্য,অসমে সম্পূর্ণ সরকারি খণ্ডের ৩১টি হাই এবং হায়ার সেকণ্ডারি বিদ্যালয় আছে।

এরমধ্যে তিনটি নগাঁও জেলায় আছে। নগাঁও সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়,নগাঁও আর্বান হাইস্কুলে ৪৫টি শিক্ষকের পদ খালি আছে। এছাড়া নগাঁও সরকারি উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয় ১৫টি,নগাঁও সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০টি এবং নগাঁও আর্বান হাইস্কুলে ১০টি শিক্ষকের পদ খালি আছে। এই শিক্ষা প্ৰতিষ্ঠানগুলি থেকে চলতি বর্ষের ৩১ ডিসেম্বর থেকে ২০১৯-এর ৩১ মার্চের মধ্যে বহু শিক্ষক-শিক্ষয়িত্ৰী অবসর গ্ৰহণ করবেন। ফলে বহু পদ আরও খালি হবে। শিক্ষা বিভাগের এক বিশেষ সূত্ৰে জানা গেছে,২০১৪ বর্ষ থেকে ওই শিক্ষা প্ৰতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগ করা হয়নি। পূর্বের কংগ্ৰেস সরকারের আমলেও ওই শিক্ষ প্ৰতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগের জন্য কোনও পদক্ষেপ গ্ৰহণ করেনি। শিক্ষার মাণদণ্ড উন্নয়নে গুরুত্ব দেওয়া বর্তমানের সরকার এইক্ষেত্ৰে কি পদক্ষেপ গ্ৰহণ করে সেটাই হবে লক্ষণীয়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com