শিবসাগরে জাপানি এনকেফেলাইটিসে কিশোরীর মৃত্যু

শিবসাগরে জাপানি এনকেফেলাইটিসে কিশোরীর মৃত্যু

জাপানি এনকেফেলাইটিস এবং জাপানি এনকেফেলাইটিস সদৃশ রোগ তাড়িয়ে বেড়াচ্ছে শিবসাগর জেলায়। আজ ডিব্ৰুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে জাপানি এনকেফেলাইটিসে আক্ৰান্ত একটি কিশোরী। দ্বীপশিখা ভূমিজ নামের আট বছরের ওই কিশোরী গত ১৭ সেপ্টেম্বর এই মারণরোগে আক্ৰান্ত হয়। দ্বিতীয় শ্ৰেণির এই ছাত্ৰীটি আজ ডিব্ৰুগড় মেডিক্যালে মারা যায়।

এই নিয়ে জাপানি এনকেফেলাইটিস ও এজাতীয় রোগে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়াল। বর্তমানে ৫৮ জন ব্যক্তি এই রোগে আক্ৰান্ত হয়েছেন। এরমধ্যে ৩৬ জন আক্ৰান্ত হয়েছেন জাপানি এনকেফেলাইটিসে। বাকি ২২ জন জাপানি এনকেফেলাইটিস সদৃশ রোগে আক্ৰান্ত। ৯ জন ইতিমধ্যেই মারা গেছেন জাপানি এনকেফেলাইটিসে। বাকি ৩ জনের মৃত্যু হয়েছে জাপানি এনকেফেলাইটিস সদৃশ রোগে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com