সড়কে প্লাস্টিক ব্যবহারের প্ৰদর্শন কর্মসূচি পূর্ত বিভাগের

সড়কে প্লাস্টিক ব্যবহারের প্ৰদর্শন কর্মসূচি পূর্ত বিভাগের

গুয়াহাটিঃ সড়ক নির্মাণে বর্জ্য প্লাস্টিক কীভাবে ব্যবহার করা যেতে পারে,বৃহস্পতিবার শহরের কাহিলিপাড়ায় ডন বসকো রোডে এক প্ৰদর্শন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পূর্ত বিভাগ পাইলট প্ৰোজেক্ট হিসেবে বর্জ্য প্লাস্টিক সড়কে ব্যবহার করা নিয়ে পরীক্ষা চালানোর পর এই প্ৰদর্শনের ব্যবস্থা করে। পূর্ত বিভাগের কর্মীরা সেন্টিনেলকে বলেন,যদি এই প্ৰকল্প ফলপ্ৰসূ হয় তাহলে তা রাজ্যের অন্য স্থানেও ব্যবহার করা হবে। সড়কে প্লাস্টিকের ব্যবহার চালু হলে প্ৰতি কিলোমিটারে খরচ ৫০ হাজার থেকে কমে ৩০ হাজারে দাঁড়াবে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com