১২ অক্টোবর দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে কাজিরঙা জাতীয় উদ্যান

১২ অক্টোবর দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে কাজিরঙা জাতীয় উদ্যান

পর্যটকদের জন্য সুখবর। ১২ অক্টোবর থেকে পর্যটকরা উপভোগ করতে পারবেন কাজিরঙা জাতীয় উদ্যানের অপরূপ সৌন্দর্য। বিশ্বসেরা অসম গৌরব এক খড়গ বিশিষ্ট গন্ডারের বিচরণভূমি কাজিরঙা। জাতীয় উদ্যানের দরজা ১২ অক্টোবর পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্ৰাথমিকভাবে কহরা ও বাগরি রেঞ্জের দুয়ার খোলা হবে। এর আগে ২ অক্টোবর কাজিরঙার দরজা খোলার কথা ছিল যদিও বন্যা ও পথঘাটের দুরবস্থার জন্য এখনও পর্যটকদের প্ৰস্তুত হয়ে ওঠেনি কাজিরঙা। পর্যটকরা উদ্যানে জিপ সাফারি করতে পারবেন। পরে হাতি সাফারিও শুরু হবে। দেশ-বিদেশের পর্যটকরা ফি বছরই কাজিরঙার সৌন্দর্য উপভোগের জন্য ছুটে আসেন। ওদিকে নিম্ন অসমের মানস জাতীয় উদ্যান পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ১০ অক্টোবর।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com