ব্ৰেকিং নিউজ

অসমের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে আজ রাজ্যসভায় উঠছে নাগরিকত্ব সংশোধনী বিল

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে অগ্নিগর্ভ পরিস্থিতি চলার মধ্যেই বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলটি বুধবার বিকেলে রাজ্যসভায় উঠছে। সোমবার গভীর রাতে বিতর্কিত এই বিলটি লোকসভায় পাস হয়ে যায়। বুধ্বার দুপুর দুটো নাগাদ উচ্চ সদনে বিলটি খোলা হবে বিতর্কের জন্য। বিতর্কের জন্য ছয় ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে।আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যে সমস্ত অমুসলিম মানুষ ২০১৪ র ৩১ ডিসেম্ববের আগে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দিতে চাওয়া হয়েছে এই বিলে।

তবে এর আগে বলা হয়েছিল বিজেপি সরকারের পক্ষেূ উচ্চ সদনে বিলটি পাস করানো কিছুটা কঠিন হবে। পরে অবশ্য দল বলেছে রাজ্যসভায়ও বিলটি উতরে যাবে। উচ্চ সদনে বিলটি পাসের জন্য বিজেপিকে নির্ভর করতে হবে এনডিএ-র শরিক জোট এবং জোটের বাহিরে থাকা বিজু জনতা দল (বিজেডি), এআইএডিএমকে, ও্য়াই এসআর কংগ্ৰেস পার্টি, টিআরএস এবং দুজন নির্দল সাংসদের ওপর।

লোকসভায় বিলটি ৩১১ ভোটে পাস হয়ে যায়। বিপক্ষে পড়ে ৮০টি ভোট। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৪০। বিল পাসে ১২১ জনের সমর্থন চাই। এনডিএ-র সদস্য ১১৬ এবং অন্যান্য ১৪ জনের সমর্থন রয়েছে। সেই হিসেবে সংখ্যাটা গিয়ে ১৩০ এ দাঁড়াচ্ছে ।