ব্ৰেকিং নিউজ

অসমের কংগ্ৰেস সাংসদ ভুবনেশ্বর কলিতা ইস্তফা দিলেন রাজ্যসভায়

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসমের প্ৰবীণ কংগ্ৰেস নেতা তথা সাংসদ ভুবনেশ্বর কলিতা রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন সোমবার। কলিতার এই আকস্মিক সিদ্ধান্ত কংগ্ৰেস শিবিরে একটা বড় ধরনের আঘাত। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ জম্মু ও কাশ্মীর নিয়ে আকস্মিক ঘোষণা দেওয়ার সদনে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার মধ্যেই কলিতা তাঁর ইস্তফার কথা ঘোষণা করেন।

এখানে উল্লেখ করা যেতে পারে,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া এবং সেইসঙ্গে সংবিধানের ৩৭০ ধারা রদের কথা ঘোষণা করেন আজ। এই ঘোষণার প্ৰেক্ষিতে কাশ্মীর বিশেষ মর্যাদা হারাচ্ছে। এখানেই শেষ নয়,জম্মু ও কাশ্মীর এবং লদাখকে কেন্দ্ৰ শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন শাহ।

উল্লেখ্য,ইতিপূর্বে ভুবনেশ্বর কলিতা রাজ্যে সাম্প্ৰতিককালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে মঙ্গলদৈ কেন্দ্ৰ থেকে প্ৰতিদ্বন্দ্বিতা করেছিলেন। লোকসভার এই নির্বাচনে কলিতা ভারতীয় জনতা পার্টির প্ৰার্থী দীলিপ শইকিয়ার কাছে হেরে গিয়েছিলেন।