গুয়াহাটিঃ গৌহাটি হাইকোর্ট মঙ্গলবার মোবাইল ইন্টারনেট সেবা ফের চালু করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। এই অঞ্চলে মোবাইল ইন্টারনেট সেবা ফের চালু করার আর্জি জানিয়ে ১০জন আইনজীবী একটি জনস্বার্থ সম্পর্কিত মামলা(পিআইএল)দাখিল করেছিলেন। এরই পরিপ্ৰেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দেয়।
গৌহাটি হাইকোর্ট এ সম্পর্কিত একটি মামলা নিয়ে শুনানি গ্ৰহণ করে এবং তদনুসারে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি আজ সন্ধের আগে পুনরায় মোবাইল ইন্টারনেট সেবা চালু করার নির্দেশ দেন।
উল্লেখ্য,গত বুধবার রাজ্যের দশটি জেলায় প্ৰাথমিক পর্যায়ে ২৪ ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার এই সেবা আরও ৪৮ ঘন্টার জন্য বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়।
ফের সোমবার গোটা অসমে ইন্টারনেট সেবা আরও ২৪ ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছিল।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ গুয়াহাটি মহানগরীতে কার্ফু জারি
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: RD Junior College Students Stage Massive Protest against CAB