ব্ৰেকিং নিউজ

রাজ্যে মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী গুয়াহাটি সেণ্ট মেরিজ স্কুলের প্ৰত্যাশা মেধি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যে এবছর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায়(মাধ্যমিক)গুয়াহাটি সেণ্ট মেরিজ এইচএস স্কুলের ছাত্ৰী প্ৰত্যাশা মেধি দ্বিতীয় স্থান অধিকার করেছে। মোট ৬০০-র মধ্যে প্ৰত্যাশা পেয়েছে ৫৯৩ নম্বর। ইংরেজি,সাধারণ গণিত,সাধারণ বিজ্ঞান,সমাজ বিজ্ঞান,অসমিয়া,অ্যাডভান্স ম্যাথস(ই)এই ছটি বিষয়েই লেটার মার্ক পেয়েছে প্ৰত্যাশা।

অনুরূপভাবে এই স্কুল থেকে অনুশ্ৰী ভুঁইয়া এবং ক্ৰিস্টি শইকিয়া যথাক্ৰমে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে। ৬০০-র মধ্যে অনুশ্ৰী ভুঁইয়া মোট ৫৯১ পেয়েছে। ক্ৰিস্টি ৬০০-র মধ্যে অর্জন করেছে মোট ৫৯০ নম্বর।

উল্লেখ করা যেতে পারে যে,এবছর লখিমপুর জেলার শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের ছাত্ৰী মেঘাশ্ৰী বরা মাধ্যমিকে প্ৰথম স্থান অর্জন করে। ছটি বিষয়ে লেটার সমেত মোট ৫৯৪ নম্বর পেয়েছে মেঘাশ্ৰী। এবার ছেলেদের পাসের হার ৬২.৬৯ শতাংশ। মেয়েদের পাসের হার ৫৭.৯১ শতাংশ।