গুয়াহাটিঃ মহানগরীর ছয়মাইল এলাকায় বুধবার বর্মন এন্টারপ্ৰাইজের একটি নির্মাণ স্থলের কাছে একজন শ্ৰমিক ৩৩ কেভি লাইভ বিদ্যুৎ তারের সংস্পর্শে আসায় গুরুতরভাবে ঝলসে যান। আহত শ্ৰমিকটি নির্মীয়মাণ বিল্ডিঙে কাজ করছিলেন। তাঁকে সহদেব শেখ নামে শনাক্ত করা হয়েছে। দক্ষিণ শালমারার মানকাচরে তাঁর বাড়ি। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই ঘ্টনায় আরও একজন শ্ৰমিক শোণিতপুর জেলার আনজান হাফিজ সামান্য আহত হয়েছেন,সহকর্মী সহদেব শেখকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে। সহদের শেখ ও আনজানকে সঙ্গে সঙ্গেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সদদেবের অবস্থা খুবই সংকটজনক বলে প্ৰাপ্ত খবরে জানা গেছে।
এদিকে চলতি বছরের ২৬ জুন বিশ্বনাথ চারিয়ালিতে বিদ্যুতের খুঁটিতে মেরামতির কাজ করতে গিয়ে অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদের(এএসইবি)একজন লাইনম্যান সরাসরি বিদ্যুতের সংস্পর্শে আসায় ঘটনাস্থলেই মারা যান। মৃত লাইনম্যানকে রবিন দাস নামে শনাক্ত করা হয়েছে। ওই দিন সকালে রবিন বিদ্যুতের খুঁটিতে উঠে ১১ কেভি বিদ্যুৎ লাইনে মেরামতির কাজ করছিলেন। ওই সময় খুঁটির মাঝখান দিয়ে যাওয়া হাই ভল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শে আসায় তার শরীরে আগুন লেগে যায়। সবচেয়ে দুঃখজনক ঘটনাটি হলো,বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ব্যক্তিটির ধড় থেকে ছিন্ন হয়ে যায় তাঁর মস্তক। সূত্ৰটি আরও জানিয়েছে,বিদ্যুৎ পর্ষদের অন্যান্য ফিল্ড কর্মীরা এই ঘটনার পর ভয়ে ওই স্থান থেকে পালিয়ে যান। ক্ৰুব্ধ স্থানীয় মানুষ এই মর্মান্তিক ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের দায়িত্বজ্ঞান হীনতাকেই দায়ী করেছেন। স্থানীয় লোকেদের মতে,বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্যই এএসইবি কর্মীকে এভাবে প্ৰাণ দিতে হলো। স্থানীয় মানুষ এই ঘটনার জন্য এএসইবি-র নিন্দা করে বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন।
ঘটনা সংক্ৰান্তে স্থানীয় মানুষ বিশ্বনাথে বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এই অভি্যোগের পর বিদ্যুৎ বিভাগের কয়েকজন আধিকারিক ঘটনা স্থল পরিদর্শন করে আসেন। পরে বিশ্বনাথের বিজেপি বিধায়ক প্ৰমোদ বরঠাকুরও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত করা ছাড়াও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। ক্ষুব্ধ স্থানীয় মানুষ বিশ্বনাথে বিদ্যুৎ পর্ষদের কার্যালয় ঘেরাও করে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে শ্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিলেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নুমলিগড়ের কাছে ট্ৰাকে আগুন
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man gets entangled after coming into contact with 33 KV live wires in Guwahati