ব্ৰেকিং নিউজ

গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণঃ বাইহাটা চারালি থেকে রিসার্স স্কলার গ্ৰেপ্তার

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণের ঘটনায় অসম পুলিশ সোমবার সন্ধ্যায় আরও এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। ধৃত ব্যক্তির নাম সঞ্জীব তালুকদার(২৬)। বাইহাটা চারালির বাসিন্দা সঞ্জীব তালুকদার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্ৰ সংস্থার(২০১৬-১৭ সাল)প্ৰাক্তন সভাপতি ছিলেন। সঞ্জীব গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণের মূল অভিযুক্ত বিজয় অসমের সঙ্গে ছিল বলে অভিযোগ রয়েছে। ফেসবুক প্ৰোফাইল অনু্যায়ী,তালুকদার আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেণ্ট কাউন্সিল,গুয়াহাটির একজন প্ৰোজেক্ট বিজ্ঞানী। কেএমএসএস-এর ছাত্ৰ সংগঠন ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিরও একজন সদস্য তালুকদার।

গুয়াহাটি পুলিশ কমিশনার দীপক কুমার দ্য সেন্টিনেল ডিজিটেলকে বলেন,সঞ্জীবকে বাইহাটা চারালি থেকে গ্ৰেপ্তার করা হয়েছে। সঞ্জীব বর্তমানে বোটানিতে এমফিল করছে। গুয়াহাটির মোশন কোচিং সেণ্টারের ফ্যাকাল্টি হিসেবেও কর্মরত সঞ্জীব।

পুলিশ কমিশনার দীপক কুমার আরও উল্লেখ করেন ‘গ্ৰেনেড বিস্ফোরণের আগে সঞ্জীব এবং বিজয় গুয়াহাটির গণেশগুড়ি থেকে জালুকবাড়ির ব্যস্ত এলাকা ঘুরে দেখেছিল। পুলিশ রিপোর্টে আরও দাবি করা হয়েছে তারা বিস্ফোরণ স্থলও পরিদর্শন করেছিল। আমরা তাকে আরও জেরা করবো’-বলেন দীপক কুমার।

গুয়াহাটির গ্ৰেনেড বিস্ফোরণের ঘটনায় এপর্যন্ত সাতজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

উল্লেখ্য,গত ১৫ মে সন্ধ্যায় জুরোডে সেণ্ট্ৰাল মলের কাছে এই গ্ৰেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বিস্ফোরণে এসএসবি-র দুজন কর্মী সহ ১২ জন আহত হয়েছিলেন। এদিকে সঞ্জীব তালুকদারকে গুয়াহাটির সিজেএম আদালতে হাজির করানো হয়েছে।