ব্ৰেকিং নিউজ

অরুণাচলের দুটি আসনে বিজেপি প্ৰার্থী কিরেন রিজিজু ও তাপির গাঁও এগিয়ে

Sentinel Digital Desk

অরুণাচল প্ৰদেশের অরুণাচল ইস্ট কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী তাপির গাঁও ১৫,১৬৯ ভোটে এগিয়ে। এই কেন্দ্ৰে কংগ্ৰেসের লোওয়াচা ওয়াংলেট ৫,০১১ ভোট পেয়েছেন বেলা ১১টা পর্যন্ত। পিপলস পার্টি অব অরুণাচল প্ৰদেশ (পিপিএ)প্ৰার্থী মঙ্গল ইয়মসোর ভাগ্যে এখন পর্যন্ত ২,২৮১ ভোট জুটেছে। অরুণাচল ওয়েস্ট কেন্দ্ৰে বিজেপির কিরেন রিজিজু ৩০,৭৮৮ ভোটে এগিয়ে আছেন কংগ্ৰেস প্ৰার্থী নাবাম টুকির বিরুদ্ধে। টুকি এপর্যন্ত ৫,৯৪৯ ভোট পেয়েছেন।