গুয়াহাটিঃ অসম কন্যা হিমা দাস বিশ্ব অ্যাথলিটিক্সের অঙ্গনে ইতিহাস গড়লেন। ফিনল্যান্ডের ট্যামপেরেতে বৃহস্পতিবার অনুষ্ঠিত আইএএএফ ২০ অনূর্ধ্ব বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ের ফাইনালে সোনা জেতেন হিমা। হিমাই প্ৰথম ভারতীয়,যিনি ওয়ার্ল্ড ট্ৰ্যাকে সোনা জিতে সারা দেশ তথা অসমের মুখ উজ্জ্বল করলেন। দৌড় শেষ করতে হিমা সময় নেন ৫১.৪৬ সেকেন্ড। অষ্টাদশী হিমা খুব কম সময়ের মধ্যে অ্যাথলেটিক্সে ইতিহাস গড়লেন। শিবসাগরে আন্তঃজেলা মিটে প্ৰথম প্ৰতিযোগিতামূলক ইভেন্টে অংশ নিয়েছিলেন হিমা। ওই প্ৰতিযোগিতার পর মাত্ৰ ১৮ মাসের মধ্যেই হিমা আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ে কামাল দেখালেন। নগাঁও জেলার ধিং-এর একজন কৃষকের কন্যা হিমার অসাধারণ সাফল্যে গর্বিত অসম তথা সারা দেশ।
[embed]https://www.youtube.com/watch?v=K5fyv6swgxA[/embed]
Video Courtesy: YouTube