জ্বালানির মূল্যবৃদ্ধির প্ৰতি লক্ষ্য রেখে অসম সরকার গুয়াহাটি মহানগরীতে বেসরকারি পরিবহণ সেবার ক্ষেত্ৰে ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধির অনুমতি দিয়েছে। এই নতুন নির্দেশ অনু্যায়ী,সংশোধিত বাস ভাড়া প্ৰযোজ্য হচ্ছে আগামি বুধবার থেকে। বাস ভাড়া বৃদ্ধি সম্পর্কে রাজ্য বিধানসভায় আলোচনাকালে পরিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি সদনে জানান যে গত ছবছর রাজ্যে বাস ভাড়া বাড়ানো হয়নি। তাই এবার বাস ভাড়া বৃদ্ধি সম্পর্কে সংস্থাগুলির দাবি পূরণের সময় এসেছে।
পরে বিধানসভার বাইরে পাটোয়ারি সাংবাদিকদের বলেন,বাস মালিকরা ২০১২-এর পর বাস ভাড়া ৩০ শতাংশ বাড়াতে পারতেন কিন্তু এই কবছর তারা তা করেননি। বাস চালানোর জন্য স্পেয়ার পার্টসের মূল্য ৬৮ শতাংশ বেড়েছে,বিমার পরিমাণও বেড়ে গেছে ৪৫ শতাংশ। তাছাড়া চালক,কনডাক্টরদের বেতন ইত্যাদিও ৫৪ শতাংশ বেড়ে গেছে। তাই বাস মালিকদের টিকে থাকাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।