ব্ৰেকিং নিউজ

অসমের জনকল্যাণমূলক প্ৰকল্প সম্পর্কে রাষ্ট্ৰপতিকে অবগত করালেন রাজ্যপাল

Sentinel Digital Desk

অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি আজ নতুন দিল্লিতে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে অসমে সবশ্ৰেণির মানুষের কল্যাণে রাজ্য সরকারের গৃহীত কল্যাণমূলক প্ৰকল্প সম্পর্কে তাঁকে অবগত করান। সুশাসন কায়েম রাখতে রাজ্য সরকারের পদক্ষেপগুলি সম্পর্কে রাষ্ট্ৰপতিকে খুলে বলেন তিনি। রাষ্ট্ৰপতির সঙ্গে তাঁর বৈঠক চলে টানা ২০ মিনিট। রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ ও প্ৰাথমিক ইস্যু নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। রাজ্যপাল মুখি অসমে বিভিন্ন সরকারি স্কিম রূপায়ণের ব্যাপারেও কোবিন্দকে অবগত করান। আজ রাজভবন থেকে এক সরকারি ইস্তাহারে একথা জানানো হয়।