ব্ৰেকিং নিউজ

আইএনএক্স মিডিয়া মামলা,ভারত ও বিদেশে কার্তি চিদম্বরমের ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Sentinel Digital Desk

এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট(ইডি)আইএনএক্স মিডিয়া মামলায় অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত প্ৰাক্তন অর্থমন্ত্ৰী পি চিদম্বরমের পুত্ৰ কার্তি চিদম্বরমের দেশ ও বিদেশে থাকা ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ইডি বৃহস্পতিবার একথা জানিয়েছে। ইডি প্ৰিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২-এর অধীনে কার্তির কোডাইকানাল ও তামিলনাডুর উটির সম্পত্তি ও দিল্লির জোরাবাগে থাকা একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। কেন্দ্ৰীয় তদন্ত সংস্থাটি আরও বলেছে,কার্তির ব্ৰিটেনে থাকা ৮.৬৬ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি ও স্পেনের বার্সেলোনায় থাকা ১৪ কোটি টাকার টেনিস ক্লাব বাজেয়াপ্ত করার বিষয়টিও ওই নির্দেশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তামিলনাডুর উটিতে থাকা কার্তির দুটি বাংলো(যার মূল্য যথাক্ৰমে ৫০ লক্ষ ও ৩.৭৫ কোটি টাকা)এবং তামিলনাডুর কোডাইকানালে থাকা ২৫ লক্ষ টাকার কৃষিভূমি বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার একজন কর্মকর্তা একথা জানান। তাছাড়া চেন্নাইয়ের একটি ব্যাংকে অ্যাডভান্টেজ স্ট্ৰ্যাটিজিক কনসালটিং প্ৰাইভেট লিমিটেডের নামে থাকা ৯০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি-র কর্মকর্তা বলেন,‘আমরা কার্তির ৫৪ কোটি টাকা মূল্যের ছটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছি’। প্ৰবীণ কংগ্ৰেস নেতা এবং প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী পি চিদম্বরমের পুত্ৰ কার্তির বিরুদ্ধে আইএনএক্স মিডিয়া মামলায় প্ৰায় ৩০০ কোটি টাকা ঘুষ নিয়ে বিদেশি বিনিয়োগে সরকারি ছাড়পত্ৰ দেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের অভিমত,কার্তি তাঁর বাবার প্ৰভাবকেই কাজে লাগিয়েছেন। কারণ ওই সময় পি চিদম্বরম ইউপিএ সরকারের অর্থমন্ত্ৰী ছিলেন। এই একই আইএনএক্স মিডিয়া মামলায় ইডি পিটার ও ইন্দ্ৰাণী মুখার্জির সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে।