আজ থেকে বৃদ্ধি পেলো সিটিবাসের ভাড়া। ৩ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া হলো ৮ টাকা। ৫ থেকে ৯ কিলোমিটার পর্যন্ত ভাড়া গুণতে হবে ১২ টাকা। ৯ থেকে ১৩ কিলোমিটার অবধি ভাড়া দিতে হবে ১৫ টাকা। ১৩ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৮ টাকা। ১৭ থেকে ২১ কিলোমিটার পর্যন্ত ২১ টাকা এবং ২১ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে ২৩ টাকা। ভাড়া বৃদ্ধি ঘিরে সর্বত্ৰ ব্যাপক প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। বাস ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়লো। বৃদ্ধি সম্পর্কে বাস শ্ৰমিকদের মন্তব্য হলো,তেলের দাম বেড়ে যাওয়ায় বাস ভাড়া তো বাড়বেই।