ব্ৰেকিং নিউজ

আজ মহাসপ্তমী,ঢাকের তালে মুখরিত গুয়াহাটি মহানগরী

Sentinel Digital Desk

বছর ঘুরে আবার এলো দুর্গা পুজো। আজ মহাসপ্তমী। গোটা অসম এবং গুয়াহাটি মহানগরীর বিভিন্ন বারোয়ারি ও বাড়ির পুজোর প্ৰস্তুতি চলছে সাত সকাল থেকে। সোমবার সন্ধ্যায় বোধন পর্ব দিয়েই সম্পন্ন হয়েছে মা বরণ। ঘরের মেয়ে উমা এসেছে বলে কথা। দুর্মূল্যের বাজারেও আয়োজনে কোনও খামতি রাখেনি কোনও পুজো কমিটি। রকমারি মণ্ডপ সজ্জা,আলোর রোশনাইয়ে ঝলমল করছে গুয়াহাটি। গতকাল মহাষষ্ঠীতে মানুষের ঢল নামে বিভিন্ন পুজো মণ্ডপে। ইলশেগুড়ি বৃষ্টিকে ভুড়ি মেরে উড়িয়ে দিয়ে আনন্দযজ্ঞে মেতে ওঠেন সবস্তরের মানুষ।

জগতের এই আনন্দযজ্ঞে সবাই আমন্ত্ৰিত। সপ্তমীর শারদ সকালে মণ্ডপে মণ্ডপে দেখা গেলো,পুরোহিতরা বসে গেছেন মায়ের আরাধনায়। শক্তিরূপিণীর মন্ত্ৰে মুখরিত দিগ্বিদিক। কচি কাঁচাদের বাধ ভাঙা আনন্দ। এয়ো স্ত্ৰীরা সাজিয়ে দিচ্ছেন পুজোর উপকরণ। আকাশ আজ পরিষ্কার। শরতের মিষ্টি রোদ। সপ্তমীর সন্ধে নামতেই মহানগরী রূপ নেবে মায়া নগরীর। বিভিন্ন মণ্ডপে নামবে মানুষের ঢল-এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। শুধু গুয়াহাটিই নয়,রাজ্যের অন্যান্য অঞ্চলগুলি ও মা বরণে রূপ নিয়েছে তিলোত্তমার। সব ব্যথা,সব বেদনা,হিংসা,বিদ্বেষ,হানাহানি ভুলে আনন্দে গা ভাসিয়ে দেওয়ার দিন শারদোৎসবের এই কটা দিন।