ব্ৰেকিং নিউজ

আমগুড়িতে দ্ৰুতগামী ট্যাংকারের ধাক্কায় নিহত ১

Sentinel Digital Desk

শিবসাগর জেলার আমগুড়িতে একটি দ্ৰুতগামী ট্যাংকারের ধাক্কায় নিহত হন পুলিশের একজন কর্মচারী। নিহত পুলিশ কর্মীটি দেওধাই আলিচুকের সঞ্জয় ওরফে বিজিত বরুয়া বলে জানা গেছে।

এই ঘটনার পর ট্যাংকারটি দ্ৰুতগতিতে পালিয়ে গিয়ে আরও দুটি দুর্ঘটনা ঘটায়। জাঁজিতে থামিয়ে রাখা রাজ্য পরিবহণ নিগমের একটি বাসে মুখোমুখি ধাক্কা মারা ছাড়াও বৃন্দাবন চারালিতে ট্যাংকারটি একজন পথাচারীকে ধাক্কা মেরে গুরুতর আহত করে। মদ খেয়ে ট্যাংকার চালানোর জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকেরা অভিযোগ করেছেন। জানা গেছে,ট্যাংকার চালক যোরহাটের সেলেংহাটের পদুমনির পরাগ গগৈ। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাস চালক টিয়কের প্ৰাঞ্জল বরা ও জাঁজির জরাবাড়ির প্ৰভাত গগৈ। তবে ট্যাংকারের ধাক্কা লাগলেও বাসের ২০ জন আরোহী অক্ষত বেঁচে যান। দুর্ঘটনায় জড়িত ট্যাংকারের নম্বর এনএল-০২-কিউ-৩৯৮৯। রাজ্য পরিবহণের বাসের নম্বর এএস-২০/১৪৬৮,এটি যোরহাট থেকে হালোয়াটিং যাচ্ছিল।

দুর্ঘটনাগুলির পর স্থানীয় মানুষ পথ অবরোধ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। অন্যদিকে স্থানীয় লোকেরা সুরামত্ত ট্যাংকার চালককে আটক করে পুলিশের হাতে সমঝে দিলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় স্থানীয় মানুষ এক হুলুস্থুল পরিবেশের সৃষ্টি করেন। তবে পুলিশ পরে ট্যাংকার চালক পরাগ গগৈকে আটক করতে সক্ষম হয়। ঘটনাকে কেন্দ্ৰ করে স্থানীয় লোকেরা কিছু সময় ৬১নং জাতীয় সড়ক অবরোধ করলেও পুলিশ পরিস্থিতি বাগে আনে।