ইনার মণিপুর কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী ড. রাজকুমার রঞ্জন সিং ৯৪,৫৬২ ভোটে এগিয়ে রয়েছেন। সিপিআই প্ৰার্থী মৈরাংথেম নারা সিঙের প্ৰাপ্ত ভোট এখন পর্যন্ত ৪৩,৩৩৬টি। কংগ্ৰেস প্ৰার্থী ঐনাম নবকিশোর সিং এপর্যন্ত পেয়েছেন ৮৫,১০৩টি ভোট।
অন্যদিকে,আউটার মণিপুর কেন্দ্ৰের ন্যাশনাল পিপলস ফ্ৰন্টের(এনপিএফ)প্ৰার্থী লরহো এস ফোজে ১,২৯,৪৫০টি ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্ৰতিদ্বন্দ্বী বিজেপি প্ৰার্থী হাউলিম সোকপাও মাতে এখন পর্যন্ত পেয়েছেন ৭৩,৩০৪টি ভোট। আইএনসি-র কে জেমস এখন পর্যন্ত পেয়েছেন ৪৬,৩৫৭ ভোট।