ব্ৰেকিং নিউজ

ইন্ডিগো বিমানের উড়ান বাতিল,ইন্দোর বিমানবন্দরে আটকে পড়েন বিজেপি সাংসদ লেখি ও অন্যান্য যাত্ৰীরা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ইন্দোর বিমানবন্দরে গতকাল দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানের ওড়ান কারিগরি ত্ৰুটির জন্য শেষমুহূর্তে বাতিল করে দেওয়ার ভারতীয় জনতা পার্টির(বিজেপি)সাংসদ মীনাক্ষি লেখি এবং তাঁর সহয়াত্ৰীরা বিমানবন্দরে আটকে পড়েন।

ইন্ডিগো কর্মকর্তাদের আচরণে বেজায় ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েন লেখি সহ অন্যান্য যাত্ৰীরা। ক্ষুব্ধ যাত্ৰীদের একটা ভিডিও ক্লিপ তুলে ধরে এক টুইট যোগে লেখি বলেন,ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৮৬৭ বিমানটি গতকাল রাত ৯-২০ মিনিটে আকাশে ওড়ার কথা ছিল। কিন্তু এয়ারলাইনের তরফ থেকে যাত্ৰীদের জানানো হয় আধ ঘণ্টা দেরিতে বিমানটি ছাড়বে। এর ১৫ মিনিট পর ইন্ডিগো ঘোষণা করে কারিগরি ত্ৰুটির জন্য বিমানের যাত্ৰা বাতিল করা হয়েছে। পরে এয়ারলাইন জানায় বিমানটি সোমবার বেলা ১২-৩০ মিনিটে গন্তব্যে পাড়ি দেবে।

যাত্ৰীরা নিরুপায় হয়ে এয়ারলাইন কর্তৃপক্ষকে তাদের জন্য খাবার ও হোটেলের ব্যবস্থা করার অনুরোধ জানান। কিন্তু এয়ারলাইন কর্তৃপক্ষ তাদের জন্য কোনও ব্যবস্থা করেনি। যাত্ৰীরা অভিযোগ করেন,ইন্ডিগোর কর্মীরা একটুও সহানুভূতিশীল নয়।