ব্ৰেকিং নিউজ

ইমরান খানের সঙ্গে কথায় শান্তি বজায় রাখার আহ্বান মোদির

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সোমবার পাকিস্তানের প্ৰাক্তন ক্ৰিকেটার ইমরান খানের সঙ্গে কথা বলার সময় শান্তি ও দক্ষিণ এশিয়ার দেশগুলির উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান। উল্লেখ্য,গত সপ্তাহে পাক জাতীয় সংসদের নির্বাচনে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ(পিটিআই)বৃহত্তম দল হিসেবে উঠে আসে।

‘পাক জাতীয় সংসদের নির্বাচনে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচিত হওয়ায় পিটিআইর চেয়ারপার্সন ইমরান খানকে অভিনন্দন জানান মোদি’। বিদেশ মন্ত্ৰক এক বিবৃতিতে বলেছে,‘পাকিস্তানে গণতন্ত্ৰের শিকড় মজবুত হবে বলে প্ৰধানমন্ত্ৰী আশা করেন’।

বিবৃতিতে আরও বলা হয়েছে,‘পড়শি দেশের সঙ্গে শান্তি ও উন্নয়নে মোদি তাঁর দৃষ্টিভঙ্গির কথা ফের উল্লেখ করেছেন’। ওদিকে খান বলেছেন,১১ আগস্ট তিনি পাকিস্তানের প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিচ্ছেন।