ব্ৰেকিং নিউজ

ইম্ফলে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজিতে তালা ঝোলালো ছাত্ৰ সংগঠন

Sentinel Digital Desk

জয়েন্ট কমিটি অন ইনার লাইন পারমিট সিস্টেম(জেসিআইএলপিএস)মণিপুর ছাত্ৰ শাখার স্বেচ্ছাসেবকরা ইম্ফলের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজিতে(এনআইটি)তালা ঝুলিয়ে দিয়েছে। ২২ জন ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ নিয়ে বাইরের প্ৰার্থীদের সাক্ষাৎকারে সুযোগ দেওয়ার প্ৰতিবাদেই প্ৰতিষ্ঠানে তালা সাঁটার মূল কারণ। রিপোর্টে প্ৰকাশ,এনআইটি-র স্থায়ী ক্যাম্পাস ইম্ফলে থাকা সত্ত্বেও কলকাতায় সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সাক্ষাৎকার পর্ব ইম্ফলে আয়োজন করার জন্য বারকয়েক আবেদন জানানোর পরও কর্তৃপক্ষ তাতে আমলই দেননি। এরই প্ৰতিবাদে সোচ্চার হয়ে ওঠে ছাত্ৰ শাখা। সাক্ষাৎকার বাতিল না করা পর্যন্ত ছাত্ৰদের প্ৰতিবাদ চলবে বলে তারা জানিয়েছে। ছাত্ৰ শাখার আহ্বায়ক মনজিৎ সারাংথেম বলেন,‘বার বার অনুরোধ ও দাবি জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কলকাতায় সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে। সাক্ষাৎকার রাজ্যের বাইরে করার কোনও বৈধ কারণ থাকতে পারে না’।

মনজিৎ আরও বলেন,গত ১৮ ও ১৯ আগস্ট কলকাতার হোটেল গেটওয়েতে সাক্ষাৎকার আয়োজনের পিছনে ভিন্ন উদ্দেশ্য ও অভিপ্ৰায় রয়েছে। কর্তৃপক্ষের এই উদ্দেশ্য রাজ্যের স্থানীয় মানুষের প্ৰতি ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। আহ্বায়ক সাফ জানিয়েছেন ছাত্ৰ শাখার দাবি অগ্ৰাহ্য করে চললে তার পরিণতি শান্তিপূর্ণ হবে না এবং ছাত্ৰরা আন্দোলন জোরদার করে তুলবে।