ব্ৰেকিং নিউজ

ইরানে ভূমিকম্পে আহত ৬৩৪,ক্ষতি হয়েছে বহু বাড়ির

Sentinel Digital Desk

ইরানে রবিবার রাত ৮ টার(স্থানীয় সময়)কিছুক্ষণ পর ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্ৰা ছিল রিখটার স্কেলে ৬.৩। ইরানিয়ান স্টেট টেলিভিশনের মতে,ইরানের পশ্চিম প্ৰান্তে ৬.৩ রিখটার স্কেলে হওয়া এই কম্পনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৪ জনে। আহতদের অধিকাংশই শিশু। আজ এক রিপোর্ট বলা হয়েছে,আহতদের অধিকাংশকেই হাসপাতালে প্ৰাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের কারোই আঘাত তেমন গুরুতর ছিল না। তবে ভূমিকম্পে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। ইরাক সীমান্ত ঘেঁষা ইরানের একেবারে পশ্চিমপ্ৰান্তে এই কম্পন অনুভূত হয়। কম্পনে বহু বিল্ডিঙের ক্ষতি হয়েছে। লোকজনকে প্ৰাণ বাঁচাতে বাড়ির বাইরে ছুটে আসতে দেখা গিয়েছে। ভূমিকম্পের পরপরই ৫ ডজন খানেক উদ্ধারকারী দলকে কম্পন্ন বিধ্বস্ত অঞ্চলে মোতায়েন করা হয়। ছুটে গেছে সেনা ও প্যারামিলিটারি রেভলিউশ্যনারি গার্ডের রক্ষীরাও।

ইরানের কারমানশাহ প্ৰদেশের সারপাল-ই-জাহাব শহরের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। জাগরস পাহাড়ের পাশেই রয়েছে ওই এলাকা। ১৯৮০ সালে ইরান-ইরাক লড়াইয়ের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্ৰস্ত এই শহরটিকে পুনরায় নির্মাণ করা হয়েছিল। ২০১৭ সালের ভূমিকম্পে ইরানে বহু বাড়ি ভেঙে পড়েছিল। ওই কম্পনে আহত হয়েছিলেন ৯ হাজারের বেশি মানুষ। সেবার কম্পনের তীব্ৰতা ছিল রিখটার স্কেলে ৭.৩।