ব্ৰেকিং নিউজ

উগ্ৰতারা মন্দিরের ধাতুর প্ৰদীপ উদ্ধার চাবিপুল এলাকা থেকে,খোঁজ নেই বিগ্ৰহের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মহানগরীর উজানবাজার স্থিত ঐতিহাসিক উগ্ৰতারা মন্দিরের চুরি যাওয়া ধাতুর প্ৰদীপটি পুলিশ উদ্ধার করতে সক্ষম হওয়ায় মন্দিরের অষ্টধাতুর নির্মিত মায়ের বিগ্ৰহটি উদ্ধারে ক্ষীণ আশার আলো দেখা যাচ্ছে। উল্লেখ্য,চোরের দল ওই মন্দির থেকে এই প্ৰদীপ সহ আহোম যুগের অষ্টধাতুর ভগবতীর বিগ্ৰহ,মায়ের অলঙ্কার ও দানপাত্ৰের টাকা তুলে নিয়ে গিয়েছিল। এই ঘটনার পর পুলিশ দেবীর অষ্টধাতুর বিগ্ৰহের খোঁজে জোর তল্লাশি অভিযানে নামে। কিন্তু বিগ্ৰহটি আজ অবধি উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে বৃহস্পতিবার রাতে মহানগরীর চাবিপুল এলাকা থেকে ধাতুর প্ৰদীপটি উদ্ধার করা হয়। প্ৰদীপটি মন্দিরের বলে শনাক্ত করেছেন মন্দির পরিচালন কমিটি। ধৃত চোরের স্বীকারোক্তির ভিত্তিতে গুয়াহাটি পুলিশ শরাইঘাট সেতুর নিচ সহ শহরের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই বিগ্ৰহের খোঁজে তল্লাশি চালিয়েছে। বিভিন্ন ডাম্পিং গ্ৰাউন্ডেও তল্লাশি চালাবে পুলিশ।

পুলিশ চুরিকাণ্ডের এই ঘটনায় বেশকটি চোরকে গ্ৰেপ্তার করেছে। গ্ৰেপ্তার করা হয়েছে পল্টনবাজারের আর কে জুয়েলার্সের মালিক রাকেশ কুমার সাহা এবং ওই দোকানের কর্মী ফিরোজ খানকেও।