ব্ৰেকিং নিউজ

উজানে প্ৰকাশ্যে ঘুরে বেড়ানো আলফা কর্মী আটক

Sentinel Digital Desk

ডিব্ৰুগড়ঃ সেনাবাহিনীর দাও ডিভিশন জঙ্গি বিরোধী অভিযানকালে সম্প্ৰতি প্ৰকাশ্যে ঘুরে বেড়ানো আলফার(আই)এক অভিযুক্ত কর্মীকে আটক করতে সফল হয়। ডিব্ৰুগড়,তিনসুকিয়ায় আলফা(আই)অভিযুক্ত কর্মীটির প্ৰকাশ্যে ঘুরে বেড়ানোর খবর পেয়ে রাজপুতনা রাইফেলস ও মরান পুলিশ যৌথ অভিযানে নেমে দেবেন হাজরিকা নামে ওই অভিযুক্তকে সেপন-ডিমৌয়ে যাবার সময় আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্ৰ।