ডিব্ৰুগড়ঃ সেনাবাহিনীর দাও ডিভিশন জঙ্গি বিরোধী অভিযানকালে সম্প্ৰতি প্ৰকাশ্যে ঘুরে বেড়ানো আলফার(আই)এক অভিযুক্ত কর্মীকে আটক করতে সফল হয়। ডিব্ৰুগড়,তিনসুকিয়ায় আলফা(আই)অভিযুক্ত কর্মীটির প্ৰকাশ্যে ঘুরে বেড়ানোর খবর পেয়ে রাজপুতনা রাইফেলস ও মরান পুলিশ যৌথ অভিযানে নেমে দেবেন হাজরিকা নামে ওই অভিযুক্তকে সেপন-ডিমৌয়ে যাবার সময় আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্ৰ।