ব্ৰেকিং নিউজ

এনআরসি-র দাবি ও আপত্তির সময়সীমা বৃদ্ধি করল সুপ্ৰিম কোর্ট

Sentinel Digital Desk

জাতীয় নাগরিকপঞ্জি দাবি ও আপত্তির জন্য আবেদন পত্ৰ জমা দেওয়ার সময়সীমা ১৫ ডিসেম্বর ঠিক করা হয়েছিল। যদিও খসড়ায় নাম বাদ পরা অধিকাংশই নিজের নাম অন্তর্ভূক্তির জন্য আবেদন পত্ৰ এখনও জমা দেয়নি এনআরসি কর্তৃপক্ষের হাতে। জানা গেছে এখনও পর্যবন্ত মাত্ৰ ৮ লক্ষ আবেদন জমা পড়েছে। কিন্তু বাকি প্ৰায় ৩২ লক্ষ খসড়াছুট আবেদনপত্ৰ এখনও জমা দেয়নি এনএসকে-তে।

নথি নিয়েও নানান ঝামেলায় পড়ে আছেন তাঁরা। তবে যাইহওক না কেন এঁদের আবেদন ফের জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল দেশের সর্বোচ্চ আদালত। বুধবার এনিয়ে আদালতে শুনানি পর্ব সম্পন্ন হয়। এরপরই আদালত তরফে নির্দেশ দেওয়া হয় যে,আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত দাবি ও আপত্তির জন্য আবেদন পত্ৰ জমা দিতে পারবেন। উল্লেখ্য,এরজন্য রাজ্য সরকার,বিভিন্ন দল-সংগঠন আদালতে এদিন দাবি জানিয়েছিল।