ব্ৰেকিং নিউজ

এপিএসসি-র কম্বাইন্ড কম্পিটেটিভ পরীক্ষা স্থগিত

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসম লোকসেবা আয়োগের(এপিএসসি)সরকারি ওয়েবসাইটে ইস্যু করা এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কমিশন তাদের কম্বাইন্ড কম্পিটেটিভ(সিসিই)(প্ৰিলিমিনারি)পরীক্ষা স্থগিত রেখেছে বা ধার্য হয়েছিল আগামি ২৪ নভেম্বর। এপিএসসি তাদের বিজ্ঞপ্তিতে এটা স্পষ্ট করে দিয়েছে যে কমিশন কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা(প্ৰিলিমিনারি)পূর্ব নির্ধারিত তারিখেই করাতে আগ্ৰহী ছিল এবং এব্যাপারে তারিখও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু অবাঞ্ছিত কিছু পরিস্থিতির জন্য কমিশন এই পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়।

পরীক্ষা স্থগিত রাখায় যে অসুবিধার সৃষ্টি হয়েছে তার জন্য দুঃখ প্ৰকাশ করে কমিশন বলেছে,পরীক্ষার নতুন তারিখ সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষার নতুন তারিখের সঙ্গে পরীক্ষায় বসার যোগ্য প্ৰার্থীদের নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে।