ব্ৰেকিং নিউজ

এশিয়া প্যাসিফিক মাস্টারর্স গেমে ব্ৰোঞ্জ জিতলেন অসমের মেয়ে পখিলা ইংতিপি

Sentinel Digital Desk

মালয়েশিয়ার পেনাঙে সম্প্ৰতি অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক মাস্টারর্স গেমে অসমের মেয়ে পখিলা ইংতিপি ব্ৰোঞ্জ জিতলেন ৫০০০ মিটার রেস ইভেন্টে। এই নতুন সাফল্যের সুবাদে পখিলাই অসমের প্ৰথম মেয়ে যিনি এই প্ৰতিযোগিতার অ্যাথলেটিক্স ক্যাটেগরিতে নাম তুললেন। কার্বি আংলং জেলার ডিফুর মেয়ে পখিলা অন্যান্য বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টে মর্যাদাসম্পন্ন পদক জিতেছেন। এরআগে এবছর এপ্ৰিলে চণ্ডীগড়ে অনুষ্ঠিত প্ৰথম জাতীয় মাস্টারর্স গেমে পখিলা ১,৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন। মালয়েশিয়ার পেনাঙে ৯ দিনের এশিয়া প্যাসিফিক মাস্টারর্স গেম শুরু হয় গত ৭ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর প্ৰতিযোগিতা শেষ হবে। প্ৰতিযোগিতায় তিরন্দাজি অ্যাথলেটিক্স,ব্যাডমিণ্টন,বাস্কেটবল,সাইক্লিং,সাঁতার,হকি,স্কোয়াস,টেনিস,ভারোত্তোলন,ভলিবল ইত্যাদি সহ মোট ২২টি ইভেন্ট থাকছে।