ব্ৰেকিং নিউজ

এশিয়ান গেমসে মহিলাদের রিলেতে সোনা জয় ভারতের,হিমাও ছিলেন দলে

Sentinel Digital Desk

জাকার্তায় এশিয়ান গেমসে মহিলাদের ৪*৪০০ মিটার রিলেতে ভারত আজ আরও একটি সোনা জিততে সফল হয়। এই রিলেতে অংশ নেন ৪০০ মিটার দৌড়ে রুপো জয়ী অসমের হিমা দাস। আজকের রিলে দৌড় শেষ করতে ভারতের মেয়েরা সময় নেন ৩:২৮.৭২।