ব্ৰেকিং নিউজ

কটন বিশ্ববিদালয়ের ছাত্ৰ একতা সভার নির্বাচনের ভোটগ্ৰহণ পর্ব সম্পন্ন

Sentinel Digital Desk

কটন বিশ্ববিদ্যালয় আজ এক ভিন্ন চেহারা নেয়। বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল একটা উৎসবমুখর পরিবেশ। কারণ আজ ছিল বিশ্ববিদ্যালয় ছাত্ৰ একতা সভার ২০১৮-১৯-এর নির্বাচন। বিভিন্ন পদে প্ৰার্থীরা নির্বাচনী প্ৰতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। কটনিয়ানদের অজস্ৰ স্বপ্ন,অজস্ৰ আশা বুকে নিয়ে নতুন প্ৰজন্মের এক ঝাঁক তরুণ-তরুণী বিভিন্ন পদে প্ৰার্থী হয়েছেন। ১৬টি পদে প্ৰতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৮ জন প্ৰার্থী। মোট ১৮টি পদের মধ্যে দুটো পদে বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন। সাধারণ সম্পাদক পদে ৪ জন,সভাপতি পদে ৪ জন,সহকারী সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং উপ সভাপতি পদে ৪ জন প্ৰার্থী প্ৰতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটগ্ৰহণ পর্ব নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।