কটন বিশ্ববিদ্যালয় আজ এক ভিন্ন চেহারা নেয়। বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল একটা উৎসবমুখর পরিবেশ। কারণ আজ ছিল বিশ্ববিদ্যালয় ছাত্ৰ একতা সভার ২০১৮-১৯-এর নির্বাচন। বিভিন্ন পদে প্ৰার্থীরা নির্বাচনী প্ৰতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। কটনিয়ানদের অজস্ৰ স্বপ্ন,অজস্ৰ আশা বুকে নিয়ে নতুন প্ৰজন্মের এক ঝাঁক তরুণ-তরুণী বিভিন্ন পদে প্ৰার্থী হয়েছেন। ১৬টি পদে প্ৰতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৮ জন প্ৰার্থী। মোট ১৮টি পদের মধ্যে দুটো পদে বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন। সাধারণ সম্পাদক পদে ৪ জন,সভাপতি পদে ৪ জন,সহকারী সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং উপ সভাপতি পদে ৪ জন প্ৰার্থী প্ৰতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটগ্ৰহণ পর্ব নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।