ব্ৰেকিং নিউজ

কাছাড়ে জেলিয়াংরং ইউনাইটেড ফ্ৰন্টের(কামসন)৩ক্যাডার ও ১সহযোগী গ্ৰেপ্তার

Sentinel Digital Desk

শিলচরঃ কাছাড় পুলিশ ও ৩৭নং আসাম রাইফেলসের জোওয়ানরা বৃহস্পতিবার সাতসকালে জিরিঘাট থানার অধীন রংমাইজান এলাকায় অভিযান চালিয়ে জেলিয়াংরং ইউনাইটেড ফ্ৰন্টের(জেডইউএফ,কামসন)গোষ্ঠীর ৩ক্যাডার ও তাদের এক সহযোগীকে গ্ৰেপ্তার করে। এদের কাছ থেকে প্ৰচুর অস্ত্ৰ ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ধৃতদের হাইসুইভ পাম ওরফে আসহুই,আগায়ু জেমি এবং অজেউ পাপে নামে শনাক্ত করা হয়েছে। মাপা জেমিই নামের একজন পালিয়ে যেতে সক্ষম হয়। জেডইউএফ-এর একজন আটক ক্যাডার নেজিউলেকবি রিয়ামে ওরফে এভইর কাছ থেকে তথ্য সংগ্ৰহ করার পর এই যৌথ অভিযান চালায় পুলিশ ও আসাম রাইফেলস।