ব্ৰেকিং নিউজ

কাশ্মীর সীমান্তে পাক জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত ৪ ভারতীয় সেনা

Sentinel Digital Desk

শ্ৰীনগরঃ পাকিস্তান থেকে জঙ্গিদের একটি দল ভারতে প্ৰবেশের চেষ্টা করলে ভারতীয় সেনাবাহিনী তাদের প্ৰয়াস বানচাল করে দেয়। তবে উভয়পক্ষের গুলির লড়াই চলাকালে ৪ জল ভারতীয় সেনা জঙ্গির গুলিতে আহত হন। আহত সৈনিকদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্ৰাপ্ত খবরে প্ৰকাশ,জঙ্গিরা উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার নাওগাম সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে উভয় পক্ষে গুলির লড়াই শুরু হয়।

ভোর ৪.২০ নাগাদ এলওসি-র কাছে সন্দেহভাজন কিছু লোকের চলাচল দেখতে পেয়ে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়। জঙ্গিরা ভারতে অনুপ্ৰবেশ করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের ভারতে অনুপ্ৰবেশে মদত দেয় পাকিস্তান সেনা। ওই এলাকায় সেনা অভিযান এখনও চলছে।