ব্ৰেকিং নিউজ

কাশ্মীরে সংঘর্ষে নিহত লস্কর জঙ্গি,আহত পুলিশ কর্মী

Sentinel Digital Desk

জম্মু ও কাশ্মীরঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় আজ সকালে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার(এলইটি)জঙ্গিরা একটি পুলিশ ফাঁড়িতে আক্ৰমণ চালায়। জঙ্গি আক্ৰমণের পাল্টা জবাব দিতে পুলিশও গুলি ছুঁড়ে। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় একটা সময় চরমে ওঠে। পুলিশ জানাচ্ছে,জঙ্গিরা দক্ষিণ কাশ্মীর জেলার আচাবলের পুলিশ ফাঁড়িতে হামলা চালালে পুলিশ পাল্টা জবাব দেয় গুলি চালিয়ে। গোলাগুলিতে এক লস্কর জঙ্গি মারা পড়ে। পুলিশের এক মুখপত্ৰ একথা জানিয়ে বলেন,নিহত লস্কর জঙ্গির কাছ থেকে অস্ত্ৰ ও গুলি উদ্ধার করা হয়েছে। জঙ্গির গুলিতে একজন পুলিশ কর্মী আহত হন। তাঁকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।