ব্ৰেকিং নিউজ

কাশ্মীরের অনন্তনাগে সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত এক সন্ত্ৰাসী

Sentinel Digital Desk

শ্ৰীনগরঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনী এক জঙ্গিকে গুলিতে উড়িয়ে দিয়েছে। কোকেরনাগের গানডোল গ্ৰাম থেকে ওই জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। জম্মু ও কাশ্মীর পুলিশ জানাচ্ছে,ওই এলাকায় গুলির লড়াই থেমেছে যদিও অঞ্চলটিতে কোনও জঙ্গি ক্যাডার লুকিয়ে আছে কি না তার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী। নিহত জঙ্গির পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাশ্মীর পুলিশ অনন্তনাগ এলাকায় জঙ্গিদের বিচরণের খবর প্ৰাথমিকভাবে পাওয়ার পর ওই এলাকায় ইণ্টারনেট সেবা বাতিল করে দেওয়া হয়।