ব্ৰেকিং নিউজ

কাশ্মীরের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ফারুক আবদুল্লার বাড়িতে জোরজবরদস্তি ঢুকে রক্ষীর গুলিতে প্ৰাণ হারাল এক অজ্ঞাত ব্যক্তি

Sentinel Digital Desk

জম্মু ও কাশ্মীরের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ফারুক আবদুল্লার বাড়িতে ঢুকে নিরাপত্তারক্ষীর গুলিতে প্ৰাণ হারাতে হলো এক অজ্ঞাত ব্যক্তিকে। ঘটনাটি ঘটে শনিবার সকালে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি এক প্ৰকার জোর করেই আবদুল্লার বাড়ির চত্বরে ঢুকে পড়ে এবং আবদুল্লার এসইউভি গাড়িটি ভাঙচুরের চেষ্টা চালায়।

নিরাপত্তারক্ষীরা অনেক চেষ্টা করেও ব্যক্তিটিকে নিরস্ত করতে পারেননি। ব্যক্তিটি আবদুল্লার গাড়িটি ভাঙার জন্য উদ্যত হলে রক্ষীরা তাকে সামলাতে না পেরে উপায়ন্তর হয়ে গুলি চালায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে ব্যক্তিটি। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে একটি রিপোর্ট নথিভুক্ত করেছে। ব্যক্তিটির পরিচয় জানতে তদন্তে নেমেছে পুলিশ।