ব্ৰেকিং নিউজ

কিলার হাইওয়ের রূপ নিয়েছে ভারত-ভুটান রাষ্ট্ৰীয় সড়ক

Sentinel Digital Desk

ভারত-ভুটান রাষ্ট্ৰীয় সড়ক পথটি সাম্প্ৰতিককালে মারণ হাইওয়েতে পরিণত হয়েছে। ডাম্পার এবং ট্ৰাকগুলো এই পথ ধরে হামেশাই অনিয়ন্ত্ৰিতভাবে চলাচল করছে। বিভিন্ন ধরনের ছোট ও বড় যানবাহনের জন্য সাধারণ পথচারীরা নিরাপত্তা হীন বোধ করছেন। শুক্ৰবার সন্ধ্যায় ফের এই পথে দুর্ঘটনা ঘটলো। জাতীয় সড়কটির উলুবররির পার্বতী চকে এসডিসি-২২৪৮ নম্বরের একটি রিকোভারি ভ্যান দুজন পথচারীকে চাপা দিয়ে অনেকটা পথ হেঁচড়ে নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই রিকোভারি ভ্যানটি উল্টে যায় পথের উপর। এই দুর্ঘটনায় বানগুড়ি গ্ৰামের কল্পরাম কলিতা(৬৫)এবং সুরেন রাভা(৫০)নামের দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ অকুস্থলে ছুটে আসেন এবং তারা সঙ্গে সঙ্গে তামুলপুর পুলিশকে খবর দেন। পুলিশ অকুস্থলে ছুটে এসে রিকোভারি ভ্যানটি বাজেয়াপ্ত করেন যদিও রিকোভারি ভ্যানের চালক ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরআগে গত ২৪ অক্টোবর রাতে এই সড়কের দ্বারকুচিতে ডাম্পারের ধাক্কায় দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল।