কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰক বেশকিছু জনপ্ৰিয় ওষুধ এবং ৩২৮ ধরনের ফিক্সড ডোজ কম্বিনেশনস(এফডিসিএস)ওষুধের বিক্ৰি ও বণ্টন নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সব জনপ্ৰিয় ও অধিক বিক্ৰি হওয়া ওষুধের তালিকায় আছে পেইনকিলার স্যারিডন,ত্বকের ওষুধ পেনড্ৰাম,অ্যান্টিবায়োটিক লুপিডিক্লক্স,ডায়াবেটিজের গ্লুকোনর্ম পিজি এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল ট্যাক্সিম এ জেড। এই নতুন ঘোষণার ফলে ওষুধগুলির উৎপাদনকারী এবং মন্ত্ৰকের মধ্যে দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের অবসান ঘটলো। এই ‘অযৌক্তিক’ ও ‘অনিরাপদ’ ওষুধগুলি ২০১৬ থেকে নিষিদ্ধ করায় উৎপানকারী ও মন্ত্ৰকের মধ্যে একটা অঘোষিত লড়াই চলছিল। অন্যদিকে অন্যান্য কিছু ওষুধ যেমন ফ্যান্সিডিল,কফ লিক্কটাস,ডি কোল্ড টোটাল এবং কোরেক্স কফ সিরাপ নিষিদ্ধ ঘোষণার আওতা থেকে ছাড় পেয়েছে।