ব্ৰেকিং নিউজ

কেরলের বন্যাপীড়িতদের সাহায্যে ১ কোটি টাকা দিচ্ছে ত্ৰিপুরা সরকার

Sentinel Digital Desk

আগরতলাঃ ত্ৰিপুরার বিজেপি-আইপিএফটি জোট সরকার কেরলের বানভাসীদের সাহায্যে ১ কোটি টাকা সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের আইনমন্ত্ৰী রতনলাল নাথ বলেন,সোমবার রাজ্য মন্ত্ৰিসভার এক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন মন্ত্ৰিসভার সদস্যরা প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন। মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে সদস্যরা বন্যা বিধ্বস্ত কেরলেকে ১কোটি টাকা সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেন। কেরলে বানভাসী ৯ লক্ষাধিক মানুষ বর্তমানে ত্ৰাণ শিবিরে কাটাচ্ছেন। কয়েকশো মানুষ প্ৰাণ হারিয়েছেন। ৩৮ হাজার জলবন্দি মানুষকে উদ্ধার করা হয়েছে।