ব্ৰেকিং নিউজ

ক্যাবকে আইনি রূপ দেওয়া হবে,ইস্তাহারে প্ৰতিশ্ৰুতি বিজেপি-র

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ভারতীয় জনতা পার্টি(বিজেপি)সোমবার তাদের নির্বাচনী ইস্তাহার প্ৰকাশ করেছে। ইস্তাহারে স্পষ্ট করে বলা হয়েছে,পড়শি দেশে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা ধর্মীয় সংখ্যালঘু সম্প্ৰদায়ের ব্যক্তিদের সুরক্ষায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র আইনি রূপ দিতে দল প্ৰতিশ্ৰুতিবদ্ধ।

ইস্তাহারে বিজেপি আরও বলেছে,বিলটিকে আইনে পরিণত করা সম্পর্কে উত্তর পূর্বাঞ্চলের যারা আশঙ্কা প্ৰকাশ করেছেন,ইস্যুটি নিয়ে তাদের বুঝিয়ে বলা হবে।

‘আমরা ফের বলছি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ভাষা,সংস্কৃতি ও সামাজিক অস্তিত্ব রক্ষায় আমরা প্ৰতিশ্ৰুতিবদ্ধ। পড়শি দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যে সব হিন্দু,জৈন,শিখ,ও বৌদ্ধরা এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে’-উল্লেখ করা হয়েছে ইস্তাহারে।

তফশিলি জাতি,উপজাতি ও অন্যান্য অনগ্ৰসর জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক বিধি ব্যবস্থার ফায়দা সুনিশ্চিত করতে বিজেপি প্ৰতিশ্ৰুতিবদ্ধ।

‘আমরা সম্প্ৰতি আর্থিক ক্ষেত্ৰে অনগ্ৰসর অসংরক্ষিত শ্ৰেণির লোকেদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছি। একইসঙ্গে অসমে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের কাজও আমরা ক্ষিপ্ৰতার সঙ্গে এগিয়ে নিচ্ছি। অন্যান্য রাজ্যেও এনআরসি ব্যবস্থা সম্প্ৰসারণের কথা সক্ৰিয়ভাবে বিবেচনা করা হচ্ছে’-ইস্তাহারে দাবি করা হয়েছে।

উত্তর পূর্বের রাজ্যগুলিতে অবৈধ অনুপ্ৰবেশ প্ৰতিরোধে বিজেপি সক্ৰিয় পদক্ষেপ নিয়েছে। এরজন্য অঞ্চলটির সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করে তোলা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে সীমান্ত সুরক্ষা জোরদার করতে অসমের ধুবড়ি জেলায় অত্যাধুনিক স্মার্ট ফ্যান্সিং ব্যবস্থা রূপায়ণ করা হচ্ছে। ক্ষমতায় এলে দল পুরো সীমান্তে এই ব্যবস্থা রূপায়ণ করবে-বলা হয়েছে ইস্তাহারে।