ব্ৰেকিং নিউজ

খরা মোকাবিলায় সম্পূর্ণ প্ৰস্তুত সিকিম

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অদূর ভবিষ্যতে পাহাড়ি রাজ্য সিকিম খরাজনিত পরিস্থিতির মুখে পড়তে পারে। তাই এধরনের অবাঞ্ছিত পরিস্থিতির মোকাবিলায় সিকিম পুরোদস্তর প্ৰস্তুত রয়েছে। রাজস্থান ও ছত্তিশগড়ের মতো রাজ্যগুলি এমন পরিস্থিতির সম্মুখীন হলে প্ৰচণ্ড ক্ষতির মুখে পড়তে পারে। কারণ এ ধরনের পরিস্থিতির মোকাবিলায় এই রাজ্যগুলির জল ও প্ৰাকৃতিক ব্যবস্থার প্ৰস্তুতি খুবই দুর্বল।

সাম্প্ৰতিক এক সমীক্ষায় একথা উল্লেখ করা হয়েছে। সাম্প্ৰতিক সমীক্ষায় জার্নাল অফ হাইড্ৰোলজি একথা উল্লেখ করেছে। সিকিমের চারটি জেলা স্থিতিস্থাপক অবস্থায় থাকায় রাজ্য এধরনের দুর্যোগের মোকাবিলায় সম্পূর্ণ প্ৰস্তুতই বলা যায়। তবে রাজস্থান ও ছত্তিশগড়ের সব জেলাকে এজাতীয় পরিস্থিতির মোকাবিলায় প্ৰচণ্ড কঠিন সমস্যার মুখে পড়তে হবে।

সমীক্ষায় বলা হয়েছে,খরার ক্ষেত্ৰে রাজস্থান খুবই স্পর্শকাতর। এর কারণ রাজস্থানের প্ৰকৃতির শুষ্কতা ও বনাঞ্চলের অভাব।