ব্ৰেকিং নিউজ

খালেদা জিয়াকে ৭ বছর কারাবাসের নির্দেশ বাংলাদেশ আদালতের

Sentinel Digital Desk

বাংলাদেশের রাজধানী শহর ঢাকার একটি বিশেষ আদালত সোমবার দেশের প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী বেগম খালেদা জিয়াকে ৭ বছরের জন্য কারাবাসের রায় দিল। তাঁর স্বামীর নামে থাকা জিয়া চ্যারিটেবল ট্ৰাস্টের উদ্দেশে অজ্ঞাত সূত্ৰ থেকে তহবিল সংগ্ৰহ ও অপব্যবহারের অভিযোগে প্ৰাক্তন রাজনীতিককে এই সাজা শুনিয়েছে বিশেষ আদালত। প্ৰধানমন্ত্ৰী থাকাকালে খালেদা জিয়া চ্যারিটেবল ট্ৰাস্টের নামে অজ্ঞাত সূত্ৰ থেকে ৩৭৫.০০০ ডলার সংগ্ৰহ করে তার অপব্যবহার করার অভি্যোগ প্ৰমাণিত হওয়ায় কোর্ট ওই সাজা শোনায়। বিচারপতি আখতারুজ্জামান সোমবার এই সাজার কথা ঘোষণা করেন। জিয়া অসুস্থ এবং হাসপাতালে থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। উল্লেখ্য,অন্য একটি মামলায় প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী খালেদা ইতিমধ্যেই ৫ বছরের জেল খাটছেন।

খালেদা ছাড়াও অঘোষিত সূত্ৰ থেকে অর্থ সংগ্ৰহের একই অপরাধে দায়ী অন্য তিনজনকেও আদালত সাত বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে। চ্যারেটি সংক্ৰান্ত পৃথক একটি দুর্নীতি মামলায় জড়িত থাকার অপরাধে আদালত এবছর ফেব্ৰুয়ারিতে খালেদাকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। এই মামলায় বর্তমানে খালেদা জেলে রয়েছেন। এদিকে একাংশ রাজনৈতিক সতীর্থ জিয়ার পক্ষ সমর্থন করে বলেছেন প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীর বিরুদ্ধে উত্থাপিত দুটো অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্ৰণোদিত।