ব্ৰেকিং নিউজ

খেলরত্ন পুরস্কারের জন্য বিরাট কোহলি ও অর্জুন-এর জন্য হিমা এবং অন্যান্য ১৯ জনের নাম সুপারিশ

Sentinel Digital Desk

ভারতের তারকা ক্ৰিকেটার বিরাট কোহলি-র নাম দেশের মর্যাদাসম্পন্ন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে। দেশের ক্ৰীড়া ব্যক্তিত্বের ক্ষেত্ৰে অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মান এটি। কোহলির সঙ্গে আরও একজন ক্ৰীড়া ব্যক্তিত্ব বিশ্ব চ্যাম্পিয়ন ভারোত্তোলক মীরাবাই চানুর নামও মর্যাদাসম্পন্ন এই সম্মানের জন্য সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ সম্মানের এই যৌথ সুপারিশের পাশাপাশি আরও ২০ জন ক্ৰীড়া ব্যক্তিত্বের নাম মর্যাদাসম্পন্ন অর্জুন পুসস্কারের জন্য প্ৰস্তাব করা হয়েছে।

এদের তালিকায় নাম রয়েছে জেভেলিন থ্ৰোয়ার নীরজ চোপড়া,জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন স্প্ৰিন্টার অসম কন্যা হিমা দাস,এশিয়ান গেমসে মাঝারি পাল্লার দৌড়ে সোনা জয়ী জিনসন জনসন,হকি খেলোয়াড় মনপ্ৰীত সিং এবং সবিতা পুনিয়া,ক্ৰিকেটার স্মৃতি মান্ডহানা,এশিয়ান গেমসে জোড়া সোনা জয়ী টেনিস খেলোয়াড় রোহন বোপান্না,মাল্টিপল কমনওয়েলথ গেমসে সোনা জয়ী মনিকা বাত্ৰা এবং অন্যান্য আরও কয়েকজন। উল্লেখ্য,অর্জুন পুরস্কারের জন্য মোট ২০ জনের নাম সুপারিশ করা হয়েছে।

তবে নাম সুপারিশ করার অর্থ এই নয় যে তাঁরা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এব্যাপারে ক্ৰীড়ামন্ত্ৰী রাজ্যবর্ধন সিং রাঠোর এবং রাষ্ট্ৰপতি রানমাথ কোবিন্দের অনুমোদনের প্ৰয়োজন রয়েছে। এরপরই ঠিক হবে কারা কারা এই পুরস্কার পাচ্ছেন। আগামি ২৫ সেপ্টেম্বর রাষ্ট্ৰপতি কোবিন্দ রাষ্ট্ৰপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারগুলো দেবেন। বিরাট কোহলি এই পুরস্কার পেলে তিনি হবেন দেশের তৃতীয় ক্ৰিকেটার। এরআগে ১৯৯৭-এ শচিন তেণ্ডুলকার এবং প্ৰাক্তন আধিনায়ক মহেন্দ্ৰ সিং ধোনি ২০০৭-এ এই সম্মান পেয়েছিলেন। খেলরত্ন পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ ৭.৫ লাখ টাকা। অর্জুন পুরস্কার জয়ীরা পাবেন ৫ লক্ষ টাকা। তবে নাম চূড়ান্ত করার আগে আরও কয়েকজনের ব্যাপারে চিন্তাচর্চা চলছে।