ব্ৰেকিং নিউজ

গান্ধীনগর কেন্দ্ৰে ৫ লক্ষের বেশি ভোটে জয়ী অমিত শাহ

Sentinel Digital Desk

বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ গান্ধীনগর লোকসভা কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী সিজে চাভদাকে ৫,১১,১৮০ ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন। গান্ধীনগর গুজরাটের একটা মর্যাসম্পন্ন লোকসভা আসন। এরআগে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী ছবার গান্ধীনগর কেন্দ্ৰ থেকে বিজয়ী হয়েছিলেন।