ব্ৰেকিং নিউজ

গৌতম গম্ভীরের পর এবার ধোনির রাজনীতিতে যোগ দেওয়ার গুজব ছড়াচ্ছে

Sentinel Digital Desk

২০১৯-এর লোকসভা নির্বাচনে শাসক বিজেপি-র হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার ব্যাপারে ক্ৰিকেটার গৌতম গম্ভীরের নাম ইতিমধ্যেই বাতাসে ভাসছে। এখন আরও একজন ভারতীয় ক্ৰিকেটার তথা প্ৰাক্তন অধিনায়ক মহেন্দ্ৰ সিং ধোনির নামেও গুঞ্জন শুরু হয়েছে,বিজেপি-র হয়ে তাঁর নির্বাচনী ময়দানে নামার সম্ভাবনা নিয়ে। গুজব ছড়িয়েছে ধোনি নাকি লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ড থেকে নির্বাচনী ময়দানে নামছেন। গৌতম গম্ভীর ২০১৬-র নভেম্বর থেকে জাতীয় দলে খেলছেন না যদিও তবে দিল্লির অধিনায়কত্ব নিয়েই মাথা ঘামাচ্ছেন। সদ্য সমাপ্ত ২০১৮-র বিজয় হাজারে ট্ৰফির ফাইনালেও গম্ভীরকে চমৎকার ফর্মে থাকতে দেখা গিয়েছে।

প্ৰতিযোগিতামূলক ক্ৰিকেট থেকে সরকারিভাবে অবসর নেবার কথাও ঘোষণা করেননি গম্ভীর। তবে তিনি রাজনীতিতে ঢুকছেন বলে সাম্প্ৰতিককালে গুজব ছড়িয়েছে। এমনও খবর রয়েছে দিল্লির সাংসদ মীনাক্ষি লেখির স্থলে গৌতম গম্ভীরকে আনতে চাইছে বিজেপি। দলের একজন কর্মকর্তা বলেন,গম্ভীরের যথেষ্ট গ্ৰহণযোগ্যতা রয়েছে দিল্লির মানুষের কাছে। ওদিকে ধোনির বিজেপিতে শামিল হওয়ার সম্ভাবনা সম্পর্কে কর্মকর্তাটি বলেন,এই দুজন খেলোয়াড়ের যথেষ্ট গ্ৰহণযোগ্যতা রয়েছে।