ব্ৰেকিং নিউজ

চলে গেলেন নোবেল জয়ী ঔপন্যাসিক ভিএস নাইপল

Sentinel Digital Desk

লন্ডনঃ নোবেল পুরস্কার জয়ী ঔপন্যাসিক ভিএস নাইপল মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পারিবারিক সুত্ৰ রবিবার একথা জানিয়েছে। লেডি নাইপল মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত করে জানান,রবিবার লন্ডনে তাঁর স্বামী শান্তিতেই শেষ নিঃশ্বাস ছাড়েন।

নাইপলের সেরা কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘অ্যান এরিয়া অফ ডার্কনেস’ এবং ‘এ হাউস ফর মি. বিশ্বাস’। তাঁর মৃত্যুতে বিশ্বের সুধীসমাজ শোকস্তব্ধ। তবে সৃষ্টিশীল সমাজ বলেছেন,নাইপলের সৃষ্টিরাজি আগামি প্ৰজন্মের মধ্যেও বেঁচে থাকবে। তাঁর স্ত্ৰী লেডি নাদিরা নাইপল রবিবার সকালে স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পাঠক ও গুণমুগ্ধরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় ভরিয়ে দিয়েছেন। মৃত্যুর সময় ভালবাসার মানুষগুলি তাঁর পাশেই ছিলেন। চমৎকার সব সৃষ্টিরাজির মধ্যে একটা সুন্দর জীবন কাটিয়েছে নাইপল-বলেন স্ত্ৰী নাদিরা।

ভারতের রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ ও প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এই বিদগ্ধ লেখকের প্ৰতি এক শোকবার্তায় শ্ৰদ্ধা জানিয়েছেন।