ব্ৰেকিং নিউজ

চা উপজাতিদের দুঃখ ও অভাব-অভিযোগ একজন চা বিক্ৰেতাই বুঝতে পারেনঃ প্ৰধানমন্ত্ৰী

Sentinel Digital Desk

মরানঃ মরানের এক নির্বাচনী সভায় শনিবার প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আবারও বিরোধী কংগ্ৰেসকে বিঁধলেন। মোদি বলেন,চা চাষি ও উৎপাদকদের দুঃখ কষ্ট এবং অভাব-অভিযোগ কেবলমাত্ৰ তাঁর মতো একজন(চায়ে বানানেওয়ালা)চা বিক্ৰেতাই বুঝতে পারেন।

যোরহাট লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী তপন কুমার গগৈ এবং ডিব্ৰুগড়ের বর্তমান সাংসদ রামেশ্বর তেলির পক্ষে জন সমর্থন কুড়োতেই মরানের পোলো গ্ৰাউন্ড মোদির এই প্ৰচার সভার আয়োজন করা হয়।

জনাকীর্ণ সমাবেশে প্ৰধানমন্ত্ৰী বলেন,এই অঞ্চলের সব শ্ৰেণির মানুষের স্বার্থে কাজ করতে বিজেপি আগ্ৰহী। তিনি কংগ্ৰেসকে ‘নারা লাগানেওয়ালা পার্টি’ অর্থাত্ত যারা শুধু প্ৰতিবাদ করতেই জানে বলে কটাক্ষ করেন।

তিনি বলেন,ডিব্ৰুগড় হচ্ছে,অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের কেন্দ্ৰ কিন্তু গত ৬০ দশক ধরে অঞ্চলটি অনুন্নত অবস্থায় রয়ে গেছে। তাই কেন্দ্ৰ ও রাজ্যের বিজেপি সরকার অঞ্চলটির উন্নয়ন ত্বরান্বিত করতে লাগাতার খাটাখাটনি করছে বলে দাবি করেন প্ৰধানমন্ত্ৰী। তিনি বলেন,তদানীন্তন কংগ্ৰেস সরকারের ঝুলিয়ে রাখা সব প্ৰকল্পের কাজ সম্পূর্ণ করা হয়েছে ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর।

কংগ্ৰেসকে দোষারোপ করে মোদি উল্লেখ করেন,অসমিয়া মানুষের রক্ষাকবচের ব্যবস্থা করতে অসম চুক্তিতে সন্নিবিষ্ট শর্তগুলি রূপায়ণের ব্যাপারে বিজেপি সরকারের ধ্যান ধারণা অত্যন্ত স্পষ্ট। তিনি আরও বলেন,অসম চুক্তির শর্ত অনু্যায়ী ছয়টি স্থানীয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দিতে সরকার বিশেষভাবে আলোকপাত করেছে।