ব্ৰেকিং নিউজ

ছত্তিশগড়ে নকশাল হামলায় দূরদর্শনের কামেরাম্যান ও দুই জওয়ান নিহত

Sentinel Digital Desk

নকশালবাদীরা ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার আরানপুরে দূরদর্শনের একটি জাতীয় সম্প্ৰচার দলের ওপর আক্ৰমণ চালায়। নকশালদের গুলিতে ডিডি-র ক্যামেরাম্যান অচ্যুতানন্দ সাহু গুরুতর আহত হয়ে পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই আক্ৰমণে দুজন নিরাপত্তারক্ষীও শহিদ হন।

আসন্ন নির্বাচনের জন্য প্ৰস্তুতির কাজ সম্পর্কে খবর সংগ্ৰহের জন্য দলটি ওই এলাকায় গিয়েছিল। ডিআইজি পি সুন্দররাজ বলেন,আমাদের টহলদারি দলটি আজ আরানপুরে নকশালদের আক্ৰমণের মুখে পড়ে। এই আক্ৰমণে দুজন জওয়ান মারা যান। দূরদর্শনের ক্যামেরাম্যান গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং পরে তার মৃত্যু হয়। নকশালদের গুলিতে আরও দুজন জওয়ান আহত হন।

দান্তেওয়াড়া এলাকা এমনিতেই নকশাল প্ৰবণ। সাম্প্ৰতিককালে ওই এলাকায় নকশাল হামলার বেশকটি ঘটনা ঘটেছে। সোমবারের এই ঘটনার আগে রবিবারও এই অঞ্চলে সন্দেহভাজন নকশালদের ধারালো অস্ত্ৰের আঘাতে একজন বিজেপি নেতা গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে দান্তেওয়াড়া জেলা পরিষদের সদস্য নাদাল মুদিয়ামিকে তাঁর পালনার গ্ৰামের বাড়িতে ঢুকে হামলা চালায় নকশালরা। নাদালের আত্মীয় স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশে খবর দেন। নকশাল নির্বাচনের বিরোধী এবং তারা স্থানীয় লোকেদের বিধানসভা নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছে। তাই রাজনৈতিক নেতা ও নির্বাচনের সমর্থকদের ওপর নকশালরা ঘনঘন হামলা চালাচ্ছে। ছত্তিশগড়ে ৮টি নকশাল প্ৰবণ কেন্দ্ৰে ভোট হচ্ছে ১২ নভেম্বর। বাকি ৭২টি কেন্দ্ৰে ভোট হবে ২০ নভেম্বর।